Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ডেভেলপকৃত ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম (IDSDP) সফটওয়্যার, সমগ্র দেশজুড়ে LIVE সর্বাত্মক ব্যবহার করে অনলাইনে নাগরিকদের সেবা প্রদানের নির্দেশনা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন সকাল ৯.৪৫ মিনিটে সমাজদর্পণ অনুষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের সকল কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে দেখা এবং অনুষ্ঠান সম্পর্কে মূল্যবান মতামত প্রদান


সকল সমাজকল্যাণ সেবা পেতে ক্লিক করুন-  http://services.msw.gov.bd আগামী ০২ জানুয়ারি ২০২৫ ইং জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ অনুষ্ঠিত হবে।


৩০% বিনামূল্যে চিকিৎসা

সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত (শুরু থেকে জুন ২০১৯ পর্যন্ত) সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে বাস্তবায়িত সমাপ্ত প্রকল্পের আওতায় ৩৯ টি হাসপাতাল/সংস্থা থেকে ৩০% গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়:

 

ক্রম.

প্রকল্প/প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

লক্ষ্য ও উদ্দশ্যে

বার্ডেম হাসপাতাল, বার্ডেম শাহবাগ, ঢাকা           

 

১.ডায়াবেটিক রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে হাসপাতাল নির্মাণ

২.ডায়াবেটিক সংক্রান্ত রোগের প্রতিরোধ ও চিকিৎসা সেবা প্রদান।

৩. হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ড্যাব (ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ কার্ডিয়াক সেন্টার) [ইব্রাহীম কার্ডিয়াক], বার্ডেম শাহবাগ, ঢাকা

বার্ডেম হাসপাতালে কার্ডিয়াক ইউনিট স্থাপন ও সম্প্রসারনের উদ্দেশ্য হচ্ছে হৃদরোগে আক্রান্ত রোগীদের অত্যাধুনিক ও উন্নত চিকিৎসার লক্ষ্যে একটি কার্ডিওলজি বিভাগ স্থাপন এবং ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

ন্যশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, প্লট নং-৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা

১.হৃদরোগীদের জন্য হাসপাতাল নির্মাণ, পুনর্বাসন

২.বিভিন্ন প্যাথলজি ইত্যাদি পরীক্ষার যথাযথ ব্যবস্থা করা।

৩.৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ১০০ শয্যা, ১৯০/১, বড়মগবাজার, ওয়ারলেস গেইট, ঢাকা-১২১৭

 

১.প্রকল্পটি আধুনিকায়ন ও সম্প্রসারনের মাধ্যমে ঢাকা কমিউনিটি বেইজড্ চিকিৎসা প্রদান এবং অবকাঠামো নির্মাণ করা

২. ফ্যামিলি স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদারকরণ, বিশেষ করে নিম্ন আয়ভূক্ত জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান করা

৩. ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ, এ-৭, সেকশন-৭, মিরপুর, ঢাকা।                

 

১. শিশু রোগ প্রতিরোধ ও তার চিকিৎসা প্রদানের লক্ষ্যে হাসপাতাল নির্মাণ করা।

২.মাঠ পর্যায়ে কর্মরত সরকারী ও বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীদের শিশু স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ প্রদান করা।

৩. ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

শিশু হাসপাতাল, প্লট নং- এ/৭, সেক্টর নং-৭, নতুন উপশহর, ঢাকা রোড, যশোর।

১. শিশু রোগ প্রতিরোধ ও তার চিকিৎসা প্রদানের লক্ষ্যে হাসপাতাল নির্মাণ করা।

২.মাঠ পর্যায়ে কর্মরত সরকারী ও বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীদের শিশু স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ প্রদান করা।

৩. ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি হাসপাতাল, শংকরপুর, আলেখারচর, কুমিল্লা।

১.অপারেশনের মাধ্যমে দৃষ্টিহীনতা প্রতিরোধ ও প্রতিকার করা

২.অন্ধ জনিত কারনে গ্রামীণ এলাকায় বসবাসকারীগণের চক্ষু চিকিৎসা, পরামর্শ ও সচেতনতা সৃষ্টি করা

৩. ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল, প্লট নং-৩, এমবাংকমেন্ট ড্রাইওয়ে, সেক্টর -১০, উত্তরা মডেল টাউন, ঢাকা     

১. আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যান্সার হাসপাতাল স্থাপন

২. গরীব রোগীদের জন্য ৩০% চিকিৎসা ও সেবা বিনামূল্যে প্রদান

৩. ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশ ভ্রমন নিরুৎসাহিত ও বৈদেশিক অর্থ সাশ্রয় করা।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সম্প্রসারন ও উন্নয়ন, আগারগাঁও, ঢাকা।  

৩০% বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বয়োবৃদ্ধদের চিকিৎসাসেবা শুশ্রুষা এবং হাসপাতাল যন্ত্রপাতি, আসবাবপত্র  ও ভবন অবকাঠামো নির্মাণ ইত্যাদি।

১০

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, হাউজ নং-৩৩ /৩৫, রোড নং ১৪/এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।

স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদারকরণ, বিশেষ করে নিম্ন আয়ভূক্ত জনগ্ষ্ঠেীকে স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান করা এবং ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

১১

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, ঢাকা মহাসড়ক, ঝিনাইদহ।   

           

 

১. দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ করে গ্রামীণ এলাকায় বসবাসরত দৃষ্টি প্রতিবন্ধীদের চক্ষু চিকিৎসা প্রদান করা।

২. গরীব রোগীদের শিক্ষা, সচেতনতা ও পুনবার্সনের ব্যবস্থা করা।

৩. ৩০%গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

১২

১০০ শয্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার (১ম পর্যায় ৫০ শয্যা), উপশহর /নিউ টাউন, দিনাজপুর

১.হৃদরোগ নির্ণয়, চিকিৎসা ও ব্যবস্থাপনা এবং কার্ডিও ভাসকুলারসহ হার্টের জটিল চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ করা।

২.হৃদরোগীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা, গবেষণা, সামাজিক সচেতনতা সৃষ্টি করা

৩. ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

১৩

ডায়াবেটিক, ডায়াবেটিক সংশ্লিষ্ট ও নন-ডায়াবেটিক রোগীর উন্নত চিকিৎসাসেবা পুনর্বাসন প্রকল্প, ব্লক নং-১, নিউ টাউন

দিনাজপুর সদর, দিনাজপুর   

           

 

১ রোগীদের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে স্পাইরাল সিটিস্ক্যান, ক্লিনিক্যাল,বায়োকেমিস্ট্রি, অটো এনালাইজার, অটো সেন্টিফিউজ মেশিন, ডিস্ট্রিলাইড ওয়াটার প্লান, অটো হেমাটোলজি এনালাইজার সংযোজনসহ হাসপাতাল নির্মাণ

২. একটি শবাধার নির্মাণ

৩. হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৪

ডায়াবেটিক, ডায়াবেটিক সংশ্লিষ্ট ও নন-ডায়াবেটিক রোগীর উন্নত চিকিৎসাসেবা পুনর্বাসন প্রকল্প, থানাপাড়া, ডাক

বাংলো সড়ক, নীলফামারী

 

১.ডায়াবেটিক রোগীদের উনড়বত ও আধুনিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে হাসপাতাল নির্মাণ

২.গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আয়-বৃদ্ধিমূলক কর্মসূচীর ব্যবস্থা

৩. হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৫

ওজিএসবি হাসপাতাল ও ইন্সটিটিউট অব

রিপ্রডাকটিভ এন্ড চাইল্ড হেলথ, পথট নং-৬/১, সেকশন-১৭, মিরপুর-১৪, ঢাকা-১২১৬    

           

 

১.হাসপাতালের ভৌত ও অবকাঠামো নির্মাণ

২.প্রজনন স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার মাধ্যমে মা ও

শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়ন

৩.  হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৬

সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতাল, জে.সি রোড, ধানবান্ধি, সিরাজগঞ্জ           

           

 

১.ডায়াবেটিক রোগীদের উনড়বত ও আধুনিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে হাসপাতাল নির্মাণ

২.গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আয়-বৃদ্ধিমূলক কর্মসূচীর ব্যবস্থা

৩. হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৭

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপন, সিলেট, (শাদীপুর মৌজা, তুলতিগর ইউনিয়ন, সদর উপজেলা, শাহী ঈদগাহ’র নিকট)   

           

 

১.হৃদরোগ নির্ণয়, চিকিৎসা ও ব্যবস্থাপনা এবং কার্ডিও ভাসকুলারসহ হার্টের জটিল চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ করা।

২.হৃদরোগীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা, গবেষণা, সামাজিক সচেতনতা সৃষ্টি করা

৩. ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

১৮

ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন হাসপাতাল, ঝিলটুলি, ফরিদপুর সদর, ফরিদপুর            

 

১.ডায়াবেটিক রোগীদের জন্য হাসপাতাল নির্মাণ

২. ডায়াবেটিক রোগীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে ভকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন

৩. হাসপাতালে আগত গরীব রোগীর ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

১৯

গাওছুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল সম্প্রসারণ ও আধুনিকীকরণ, উপশহর, দিনাজপুর।          

১. ছানীজনিত কারণে অন্ধ রোগীদের অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপন ও কাজকর্মে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে হাসপাতাল নির্মাণ করা।

২. চক্ষু রোগের প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ দান ও গবেষনা কার্যক্রম পরিচালনা করা।

৩. ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

২০

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, পুরাতন হাসপাতাল পাড়া, কুড়িগ্রাম।

১. ১০০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালনির্মাণ

২. আধুনিক পদ্ধতিতে ডায়াবেটিক রোগীদেরর চিকিৎসা প্রদান

৩. ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

২১

সমন্বিত স্বাস্থ্যসেবা প্রকল্প, ঝিলটুলি, ফরিদপুর

সদর, ফরিদপুর।

১. হৃদরোগ ও ক্যান্সার রোগ এর চিকিৎসার জন্য আউটডোর ও ইনডোর চিকিৎসা

সুযোগ সৃষ্টি করা

২.পুনবার্সনের ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে রোগীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা

৩. ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

২২

ইনস্টিউিট ফর অটিস্টিক চিল্ড্রেন এন্ড ব্লাইন্ড ওল্ড (Old) হোম এন্ড টিএন মাদার চাইল্ড হসপিটাল, চান্দুলিয়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা।

১. ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ

২. গর্ভবতী মা ও শিশুর মৃত্যুহার কমানো। কিশোরী ও মহিলাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি।

৩. ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা।

২৩

চাঁদপুর ডায়াবেটিক সমিতি হাসপাতাল

স্থাপন, চাঁদপুর সদর, চাঁদপুর।

১ ডায়াবেটিক রোগীদের সূচিকিৎসার বন্দোবস্ত করা।

২. দরিদ্র এবং তরুণ ডায়াবেটিক রোগীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজে

পুনবার্সন করা

৩. ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা।

২৪

শেখ ফজিলাতুনেড়বছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল এন্ড নার্সিং কলেজ নির্মাণ, কাশিমপুর, গাজীপুর

সদর, গাজীপুর।

১.দরিদ্র জনসাধারনকে বিশেষত মহিলা, শিশু, অটিস্টিক এবং প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা

প্রদানের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ

২.গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা নার্স তৈরির লক্ষ্যে একটি অত্যাধুনিক নার্সিং কলেজ নির্মাণ

৩.ভবিষ্যতে আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল ছাত্র ছাত্রী, নার্স এবং প্যারামেডিকসদের একাডেমিক কাজে অত্র হাসপাতাল ব্যবহার করা।

৪. ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা।

২৫

ইম্প্রুভড মেডিকেল সার্ভিস এন্ড রিহেবিলিটেশন ফর ডায়াবেটিক, ডায়াবেটিক রিলেটেড এন্ড নন-ডায়াবেটিক পেসেন্টস- খোর্দ্দসাপটানা সোনালী পার্ক, জেল রোড, সদর উপজেলা, লালমনিরহাট

১.লালমনিরহাট জেলায় ১০০ শয্যা বিশিষ্টডায়াবেটিকস হাসপাতাল স্থাপন

২.সাধারন জনগণের মধ্যে ডায়াবেটিকস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা

৩. শব বহন/ এম্বুলেন্স সুবিধা প্রদান করা

৪.গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের মাধ্যমে আয় বর্ধক কার্যক্রমে উৎসাহিত করা

৫.ডায়াবেটিকস, নন-ডায়াবেটিকস রোগের আধুনিক উনড়বত চিকিৎসা সুবিধা প্রদান করা

৬. ৩০% গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান করা

২৬

Establishment of a 50 Bedded Failaria Hospital with ancillary facilities, জিনজিরা, বিরুলিয়া ইউনিয়ন, কলমা-১, সাভার, ঢাকা।

১.হাসপাতাল ভবন ও অবকাঠামো নির্মাণ,

২.ফাইলেরিয়া আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদান, সচেতনতা সৃস্টি করা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও

৩.৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

২৭

DBKP-Community Hospital and Vocational Training Centre for Vulnerable slum Dwellers, চনপাড়া, রুপগঞ্জ, নারায়নগঞ্জ।

-জনগনের উন্নত স্বাস্থ্য ও চাহিদা নির্ভও টেকনোলজি প্রশিক্ষণের জন্য কমিউনিটি বেইজড হসপিটাল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন;

- গরীব ও অসহায় জনগণকে কর্মক্ষেত্রে নিয়োজিত করার লক্ষ্যে জীবনমূখী প্রশিক্ষণ প্রদান;

- গরীব যুব ও তরুনদেরকে তাদেও পরিবার, কর্মস্থল, এবং সমাজে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করা; - জনগনের অসহায়ত্ব ও অধিকারের অপব্যবহার হ্রাস করা;

- লিঙ্গ সমতার মাধ্যমে বৈষম্য ও ঠরড়ষবহপব দূরীকরণ; এবং

- সাম্য পরিবেশ সৃষ্টির জন্য লিঙ্গ, জাতি ও সম্পদ ভিত্তিক বৈষিম্য দূরীকরণ।

- ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

২৮

হবিগঞ্জ ডায়াবেটিক সমিতি, মাছুলয়িা, হবিগঞ্জ।

ডায়াবেটিক রোগীদের উনড়বত চিকিৎসাসেবা প্রদান, সচেতনতা সৃস্টি করা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও ৩০% গরীব রোগীদের বিনামূল্যে

চিকিৎসা সেবা প্রদান।

২৯

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল নির্মাণ, বালিগ্রাম, চাপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।    

(১) চক্ষু রোগের চিকিৎসার উন্নয়ন;

(২) চক্ষু রোগ প্রতিকার ও প্রতিরোধ করা;

(৩) অন্ধজনিত কারণে গ্রামীণ এলাকায় বসবাসকারীগণের চক্ষু চিকিৎসা, পরামর্শ ও সচেতনতা সৃষ্টি করা;

(৪) ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান।

৩০

ভার্টিক্যাল এক্সটেনশন অব সিলেট ডায়াবেটিকস হসপিটাল, পুরান লেন রোড, সিলেট।

ক) ডায়াবেটিক ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরী করা;

খ) নিয়মতান্ত্রিক জীবন-যাপনের জন্য ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরামর্শ দেয়া;

গ) ক্রমবর্ধমান ডায়াবেটিক রোগীদের মেডিক্যাল, সামাজিক ও উপদেশ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা;

ঘ) ডায়াবেটিক রোগীদের বিনামুল্যে প্রয়োজনীয় প্রশিৰণ দেয়া;

ঙ) কমপৰে ৩০% রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান;

চ) চিকিৎক,নার্সেস, টেননিশিয়ান ও প্যারামেডিকস্‌দের প্রশিৰণ দেয়া; এবং

ছ) মহিলা ও শিশু ডায়াবেটিক রোগীদের চিকিৎসার ৰেত্রে প্রাধান্য দেয়া।

৩১

এস্টাবলিশমেন্ট অব ডায়াবেটিক, ডায়াবেটিক রিলেটেড এন্ড নন-ডায়াবেটিক হসপিটাল এট রাজবাড়ী রাজবাড়ী সদর, রাজবাড়ী।

ক) ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লৰ্যে ১০০ বেডের হাসপাতাল নির্মাণ করা;

খ) ডায়াবেটিক রোগের ৰতিকারক দিক সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ;

গ) সাধারণ চিকিৎসা সেবার মাধ্যমে এলাকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিৎ করা;

ঘ) ৩০% গরীব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা; এবং

ঙ) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও সেবা সম্পর্কিত প্রশিৰণ প্রদান।

৩২

এস্টাবলিশমেন্ট অব লক্ষীপুর ডায়াবেটিক হসপিটাল, লক্ষীপুর

ক) ১০০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা;

খ) ডায়াবেটিক ও ডায়াবেটিক সংশিস্নষ্ট অন্যান্য অন্যান্য রোগ প্রতিরোধের জন্য জনগণকে সচেতন করা;

গ) ডায়াবেটিক রোগের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা  তৈরী করা ;

ঘ) সাধারণ চিকিৎসা সেবা প্রদানের  মাধ্যমে এ এলাকার জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা;

ঙ) কমপৰে ৩০% রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা; এবং

চ) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও সেবা এবং নার্সিং সম্পর্কিত প্রশিৰণ প্রদান।

৩৩

এস্টাবলিশমেন্ট অব মুন্সিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল, মুন্সিগঞ্জ

ক) ডায়াবেটিক রোগের প্রতিকার দিক সম্পর্কে সচেতনতা তৈরী;

খ) ডায়াবেটিক রোগীদের নিয়মতান্ত্রিক জীবন যাপন সম্পর্কে সঠিক পরামর্শ প্রদান;

গ) দেশে ক্রমবর্ধমান ডায়াবেটিক রোগীদের স্বাভাবিক জীবন যাপন সম্পর্কে চিকিৎসা/ সামাজিক/ পরামর্শ সেবা প্রদানসহ তাদের পরিবারে তাদের পুনর্বাসনের ব্যবস্থা;

ঘ) ডায়াবেটিক রোগীদের প্রয়োজনীয়/ উপযুক্ত প্রশিক্ষণ প্রদান; এবং

ঙ) দরিদ্র রোগীদের কমপক্ষে ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

৩৪

এস্টাবলিশমেন্ট অব শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক এ্যান্ড কমিউনিটি হসপিটাল, উখিয়া, কক্সবাজার

১) কমিউনিটি বেইজড হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকাল রোগরি সার্বিক শারিরীক অবস্থার উন্নয়ন করা;

২) ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৫ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা;

৩) সাধারণ চিকিৎসা সেবার মাধ্যমে অত্র এলাকার জনগণ এবং ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্য সেবা মান উন্নয়ন করা; এবং

৪) ন্যূনতম ৩০% গরীব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা।

৩৫

ডেভেলপমেন্ট এন্ড মর্ডানাইজেশন অব পঞ্চগড় ডায়াবেটিক, হসপিটাল

১. একটি পূর্ণবর্ধিত ডায়াবেটিক হাসপাতাল উন্নয়ন ও আধুনিকীরন;

২. ডায়াবেটিক রোগের ভয়াবহতা বা ক্ষতিকারক দিক সম্পর্কে জনসচেতনতা তৈরী করা;

৩. হাসপাতালের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও মেডিক্যাল যন্ত্রপাতি সংগ্রহ করা;

৪. এলাকার সাধারণ মানুষকে বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সার্বিক স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা;

৫. ৩০% গরীব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা;

৬. মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা;

৭. প্রাথমিক স্বাস্থ্য পডিরচর্যা ও সেবা সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান।

৩৬

কমিউনিটি হেলথ এন্ড হার্ট হাসপাতাল, পাবনা

১ম পর্যায়ে ৭৫ শয্যা বিশিষ্ট হার্ট হসপিটালের অবকাঠামোসহ ভবন নির্মাণ এবং ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

৩৭

এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া

১) ২০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে হৃদরোগ রোগীদের চিকিৎসা সেবা, রোগ নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা;

২) প্রথম পর্যায়ে ৫০ শয্যা হৃদরোগ হাসপাতাল নির্মাণ করা;

৩) হার্টের রোগীদের জন্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা;

৪) নির্দিষ্ট কিছু রোগীদের চিকিৎসা ব্যয় হ্রাস করা এবং ৩০% গরীব হৃদরোগ রোগীদের ইনডোর-আউটডোর ও পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সেবা প্রদান করা;

৫)স্থানীয় জনগণের মধ্যে সেমিনার, ওয়ার্কশপ ও গণমাধ্যম এর হৃদরোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করে তোলা;

৬) ডাক্তার, নার্স ও প্যারামেডিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা; এবং

৭) হৃদরোগ সংক্রান্ত বিষয়ে সঠিক রোগ নির্ণয়ে আরো গবেষণা চালিয়ে যাওয়া।

৩৮

এস্টাবলিশমেন্ট অব সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল, সোনাইমুড়ি, নোয়াখালী।

ক) নোয়াখালী ও এর আশপাশের জেলার জনগণকে উন্নত চৰু সেবা প্রদানের জন্য একটি অলাভজনক চৰু হাসপাতাল স্থাপন;

খ) অন্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ইনডোর ও আউটডোর সুবিধাদি সৃষ্টি;

গ) চৰু শিবিরের মাধ্যমে স্কুল ও কলেজগামী শিৰার্থীদের চৰু পরীৰা করা;

ঘ) কমপৰে ৩০% গরীব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান।

ঙ) চৰু বিষয়ে জনসচেতনতা তৈরীর লৰ্যে ওয়ার্কসপ/ সেমিনার আয়োজন।

৩৯

এস্টাবলিশমেন্ট অব ৫০ বেডেড কিডনী ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউসন, পাবনা

ক) কিডনী রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসার লৰ্যে ১ম পর্যায়ে ৫০ শয়্যা বিশিষ্ট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্স  ইনস্টিটিউট নির্মাণ করা:

খ)  চিকিৎসা সেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের জসগণের জন্য কিডনী রোগের প্রাথমিক পর্যায় থেকে প্রানিৱক পর্যায় পর্যনৱ চিকিৎসার সুযোগ তৈরী করা:

গ)  আধুনিক রোগ নির্ণয়সহ আউটডোর ও ইনডোর সেবা প্রদান এবং দরিদ্রদের জন্য ৩০% বিনামূল্যে সেবা প্রদান:

ঘ) কিডনী রোগের প্রতিরোধ ও চিকিৎসার ব্যপারে গণ সচেতনতা গড়ে তোলা:

ঙ) নিকট আত্নীয়কে কিডনী দান এবং জীবন মৃতাবস্থায়  (ব্রেইন ডেথ) কিডনী দানে জনগণকে উদ্বুদ্ধ করা এবং

চ) দেশী বিদেশী বিশেষজ্ঞদের সহযোগিতায় কিডনী ও অন্যান্য রোগের বিষয়ে সিম্পোজিয়াম, সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভার আয়োজন করা।