Wellcome to National Portal
Main Comtent Skiped

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ডেভেলপকৃত ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম (IDSDP) সফটওয়্যার, সমগ্র দেশজুড়ে LIVE সর্বাত্মক ব্যবহার করে অনলাইনে নাগরিকদের সেবা প্রদানের নির্দেশনা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন সকাল ৯.৪৫ মিনিটে সমাজদর্পণ অনুষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের সকল কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে দেখা এবং অনুষ্ঠান সম্পর্কে মূল্যবান মতামত প্রদান


সকল সমাজকল্যাণ সেবা পেতে ক্লিক করুন-  http://services.msw.gov.bd আগামী ২২  এপ্রিল ২০২৫ ইং বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ অনুষ্ঠিত হবে।


Citizen Charter

সমাজসেবা অধিদফতর থেকে প্রদেয় সেবাসমূহের বিবরণীঃ

ক্রঃনং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

        আর্থ-সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ)

১।

পল্লী সমাজসেবা কার্যক্রম

*      পল্লী অঞ্চলের দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল 

         স্রোতধারায় আনায়নঃ-    

*     সচেতনতা বৃ্দ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে  

        প্রশিক্ষন প্রদান;

*     ৫,০০০/- থেকে ৩০,০০০/- পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান;

*       লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনিঃ-

  • আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকাভূক্ত পল্লী সমাজসেবা কার্যাক্রমে কর্মদলের সদস্য/সদস্যা;

 

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পরঃ-

  • ১ম বার ঋণ(বিনিয়োগ)গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;
  • ২য়/৩য় পর্যায়ের ঋণ(পুনঃবিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে।

৪৮২টি  উপজেলা সমাজ সেবা কার্যালয়।

২।

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম

  • পল্লী  অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনায়নঃ-
  • পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা প্রদান;
  • জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন;
  • সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন;
  • ৩,০০০ থেকে ৫,০০০ পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান;
  • লক্ষ্যভূক্ত নারীদের সংগঠিত করে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠন;

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনিঃ-

  • আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকাভূক্ত পল্লী মাতৃকেন্দের্র সদস্য।

 

 

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পরঃ-

  • ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;
  • ২য়/৩য় পর্য্যায়ের ঋণ (পুনঃবিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে।

 

 

৩১৮টি  উপজেলা সমাজসেবা কার্যালয় এবং পল্লী এলাকায় স্থাপিত ১২৯৫৬টি মাতৃকেন্দ্র।

৩।

দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনবার্সন কার্যক্রম

  • ৫,০০০ ধেকে ২০,০০০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ।
  • দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ৬০০০০ টাকার নীচে।

 

 

  • ১ম বার ঋণ (বিনিয়োগ)গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;
  • ২য়/৩য় পর্য্যায়ের ঋণ (পুনঃবিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে।

*৪৮২টি  উপজেলা সমাজসেবা কার্যালয়।

*৮০ শহর সমাজসেবা কার্যালয়।

৪।

শহর সমাজসেবা কার্যক্রম

  • শহর এলাকায় দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনায়নঃ-

      *   সচেতনতা বৃ্দ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে

           প্রশিক্ষন প্রদান;     

      *   ৫,০০০/- থেকে ২০,০০০/- পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান;

      *    লক্ষ্যভূক্ত নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনিঃ-

  • আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজ সেবা অধিদফতরের তালিকাভূক্ত শহর সমাজসেবা কার্যাক্রমে কর্মদলের সদস্য/সদস্যা;

 

  • ১ম বার ঋণ(বিনিয়োগ)গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;
  • ২য়/৩য় পর্য্যায়ের ঋণ (পুনঃবিনিয়োগ) গ্রহনের    জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে।

 

৬৪টি জেলা শহরে ৮০টি শহর সমাজসেবা কার্যালয়।

 

 

 

 

 

 

ক্রঃনং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

        সামাজিক নিরাপত্তা সেবা

৫।

বয়স্ক ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান।

  • বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

 

  • দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার হতদরিদ্র মহিলা ৬২ বৎসর ও  পুরুষ ৬৫ বৎসর যার বার্ষিক গড় আয় অনূর্ধ ৬০০০ টাকা ।

 

  • বরাদ্দ  প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহন।

* শহর সমাজসেবা        কার্য়ালয় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে)

* উপজেলা সমাজসেবা কার্যালয়(গ  শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

*  জেলা সমাজসেবা কার্যালয় (ক ও খ শ্রেণীর পৌর সভার ক্ষেত্রে)

৬।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী  ভাতা প্রদান।

  •  নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৬০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

 

  • ৬ বছরের উর্দ্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্যকোন ভাতা পান না; যিনি চাকুরীজীবি কিংবা পেনশন ভোগী নন;
  • প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪০০ টাকার কম।

 

 বরাদ্দ  প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহন।

 

*  শহর সমাজসেবা কার্য়ালয় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে)

* উপজেলা সমাজসেবা কার্যালয় (গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

*  জেলা সমাজসেবা কার্যালয়(ক ও খ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

৭।

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা প্রদান।

  •  নির্বাচিত  বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের  জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

 

  •  বয়ঃবৃদ্ধা অসহায় ও দুঃস্থ, বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলা  যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্যকোন ভাতা পান না; যিনি চাকুরীজীবি কিংবা পেনশন ভোগী নন;

 

 বরাদ্দ  প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহন।

 

* শহর সমাজসেবা কার্য়ালয় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে)

*  উপজেলা সমাজ সেবা কার্যালয় (গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

* জেলা সমাজ সেবা কার্যালয় (ক ও খ শ্যেণীর পৌরসভার ক্ষেত্রে)

৮।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি স্তরে বিভক্ত করে নিম্নরূপ হারে উপবৃত্তি প্রদানঃ

  • প্রাথমিক স্তর(১ম - ৫ম শ্রেণী):- জনপ্রতি মাসিক ৫০০টাকা হারে
  • মাধ্যমিক স্তরে(৬ষ্ঠ-১০ম শ্রেণী):- জনপ্রতি মাসিক ৬০০টাকা হারে
  • উচ্চ মাধ্যসিক স্তরে(একাদশ ও দ্বাদশ শ্রেণী):- জনপ্রতি মাসিক ৭০০টাকা হারে
  • উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোত্তর):- জনপ্রতি মাসিক ১,২০০ টাকা হারে

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উদ্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয়  ৩৬০০০ টাকার নীচে।

 

 

  • বরাদ্দ  প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহনকারী  নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিত ভাবে শিক্ষাকালীন সময়ে;

* শহর সমাজ;সেবা কার্য়ালয় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে)

* উপজেলা সমাজসেবা কার্যালয়(গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

* জেলা সমাজ সেবা কার্যালয়(ক ও খ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

 

 

ক্রঃনং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

        সামাজিক নিরাপত্তা সেবা

৯।

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

সরকার কর্তৃক নিধারিত হারে ভাতা প্রদান। প্রত্যেক অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে মাসিক ১০,০০০ টাকা হারে ভাতা প্রদান।

  • মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২০০০০ টাকার উর্দ্ধে নয়;
  • মুক্তিযোদ্ধা বলতে জাতীয় ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে ২টি তালিকায় অন্তর্ভূক্ত,সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অন্তর্ভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে কর্তৃক প্রকাশিত গেজেট, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের কর্তৃক সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

বরাদ্দ  প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহন।

 

* উপ-পরিচালক জেলা সমাজ;সেবা কার্য়ালয় (সিটি কর্পোরেশন এলাকার থানা সমূহের ক্ষেত্রে)

* উপজেলা সমাজসেবা

কর্মকতা, উপজেলা সমাজসেবা কার্যালয় (উপজেলা ও উপজেলা পর্যায়ের ক,খ ও গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

১০।

সরকারী শিশু পরিবারের এতিম শিশু প্রতিপালন ও পূনর্বাসন

  • অনুর্ধ ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন
  • পারিবারিক পরিবেশে স্নেহ ভালবাসা ও আদর যত্নের সাথে এতিম শিশুদের লালন পালন
  • শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান
  • নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষ সাধন।
  • পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৬ থেকে ৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুকে ভর্তি করার পর ১৮ বছর বয়স পর্যন্ত সেবা প্রদান করা হয়।

*  শিশু পরিবারে ভর্তির জন্য আবেদন পত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে একমাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া চুড়ান্ত করণ।

* শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত বিভিন্ন ধরণের সেবা প্রদান।‘

জেলা সদর ও কিছু কিছু উপজেলায় অবস্থিত ৪৩টি বালক, ৪১টি বালিকা, ১টি মিশ্রসহ সর্বমোট ৮৫টি সরকারী শিশু পরিবার।

১১।

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

  • দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বিত ভাবে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান।

 

  • দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র

 

 আবেদন পত্র প্রাপ্তির একমাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া চুড়ান্তকরণ।

 

৬৪টি জেলায় ৬৪টি বিদ্যালয়।

১২।

প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী বাস্তবায়ন

  • মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরাধে দন্ড প্রাপ্ত ব্যক্তিদের শাস্তি প্রদান স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে পারিবারীক /সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবস্থা করা।
  • সংশ্রিষ্ট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত প্রবেশনার /ব্যক্তি
  • আইনের সংস্পর্শে আসা শিশু /কিশোর।

* বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত সময় সীমা /প্রদত্ত আদেশ।

প্রবেশন অফিস(জেলা শহরে অবস্থিত জেলা সমাজ সেবা কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়)

১৩।

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম

  • হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান;
  • দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, রক্ত ,পথ্য, বস্ত্র, চশমা, ক্রাচ, কৃত্রিম অংগ প্রদানসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ;
  • দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা ব্যয়ে সহায়তা প্রদান।
  • সমস্যাগ্রস্থ  অসহায় ও দরিদ্র রোগী।

অসহায় ও দরিদ্র রোগী চিহ্নিত হওয়া বা রোগীর আবেদন করার পর তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্ট ডাক্তারের সুপারিশক্রমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান।

জেলা সদরে অবস্থিত সরকারী হাসপাতাল;

বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল

 

 

 

 

 

ক্রঃনং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

 সামাজিক নিরাপত্তা সেবা

১৪।

শহর সমাজসেবা ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আর্থ-সামাজিক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

  • কম্পিউটার
  • বৈদুতিক মেরামত
  • রেডিও টিভি মেরামত
  • ফ্রিজ এসি মেরামত
  • দর্জি বিজ্ঞান ইত্যাদি ট্রেডে প্রশিক্ষন প্রদান
  • শহর/উপজেলা এলাকার শিক্ষিত,অর্ধ-শিক্ষিত বেকার যুবক ও যুব নারী ।

আসন খালি সাপেক্ষে আবেদনের সাথে সাথে এবং ভর্তির পর কোর্স ভেদে ৩ থেকে ৬ মাস পর্যন্ত।

৬৪টি জেলা শহরে ৮০টি শহর সমাজ       সেবা কার্যালয় ও ৪৮২টি উপজেলা সমাজসেবা কার্যালয়

১৫।

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান

  • স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠনের নামকরণের ছাড় পত্র প্রদান।
  • ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান /সংগঠন/  বে-সরকারী এতিমখানা/ক্লাব নিবন্ধন
  • স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, সমিতি ইত্যাদি।

নিবন্ধন- প্রয়োজনীয় কাগজ পত্রসহ আবেদন পত্র প্রাপ্তির ২০ কর্মদিবস;

নামের ছ্ড়পত্র- প্রয়োজনীয় কাগজ-পত্রসহ আবেদন পত্র প্রাপ্তির পর ৭ কর্মদিবস।

নামের ছাড়পত্র , নিবন্ধন,কার্যকরী কমিটি অনুমোদন ইত্যাদি সেবার জন্য প্রাথমিক ভাবে সংশ্লিষ্ট সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে জেলা সমাজসেবা কার্য়ালয়।

১৬।

বে-সরকারী  এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

  • ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন ও স্নেহ-ভালবাসা ও আদর যত্নের সাথে লালন পালন;
  • আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান;
  • শারিরীক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন;

 

 

  • বে-সরকারী এতিমখানার ৫ থেকে ৯ বছর বয়সী এতিম  অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

 

  • বে-সরকারী এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্রান্ট এর আবেদন প্রাপ্তির ৭ মাস পর।

সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় এবং শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দেশ ব্যাপী ৩০০০ বেসরকারী এতিমখানা

১৭।

সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থাসমূহের অনুদান প্রদানের সহায়তা

  • সমাজসেবা অধিদফতর হতে ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান সমূহে অনুদান: বার্ষিক ৫০,০০০ হতে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা অনুদান।
  • শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদের  সর্বোচ্চ ১,০০,০০০ টাকা অনুদান।
  • রোগী কল্যান সমিতি সমুহের জন্য ৫০,০০০ হতে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা অনুদান।
  • নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের আয়বর্ধক কর্মসূচীর জন্য অনুদান
  • নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের জন্য ৫০০০ হতে  ২০,০০০ টাকা সাধারণ অনুদানএবং আয়বর্ধক কর্মসূচীর জন্য সর্বোচ্চ ১,০০,০০০ টাকা অনুদান।
  • প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা/দুঃস্থ ব্যক্তিদের বিশেষ বিবেচনায় সর্বোচ্চ ২৫,০০০ টাকা অনুদান;
  • আকস্মিক দূর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের জন্য জনপ্রতি সর্বোচ্চ ১,০০০ টাকা অনুদান।
  • সমাজ কল্যাণ পরিষদ থেকে বিভিন্ন ন্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান প্রদান করা হয়।
  • বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান।
  • দরিদ্র/ক্ষতিগ্রস্থ ব্যক্তি।
  • সমাজকল্যাণ পরিষদে প্রতি বছর আগষ্ট মাসে জাতীয় দৈনিক পত্রিকার  বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হয়।

সমাজ কল্যাণ পরিষদ,সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীন একটি সংস্থা। মাঠ পর্যায়ে পরিষদের কার্যক্রম সমাজসেবা অধিদফরের;

উপজেলা পর্যায়ে ৪৮২টি উপজেলা সমাজসেবা  ও শহর এলাকায় ৮০টি শহর সমাজসেবা কার্যালয় এবং ৬৪টি জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়

 

 

 

ক্রঃনং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

         সামাজিক নিরাপত্তা সেবা

১৭

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন  কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে হিজড়া বয়স্ক/বিশেষ ভাতা প্রদান।

  •  নির্বাচিত  হিজড়া বয়স্ক/বিশেষ ভাতা ভোগীদের জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

 

  •  হিজড়া বয়স্ক/বিশেষ ভাতা যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্যকোন ভাতা পান না; যিনি চাকুরীজীবি কিংবা পেনশন ভোগী নন;

 

 বরাদ্দ  প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহন।

 

* শহর সমাজসেবা কার্য়ালয় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে)

*  উপজেলা সমাজ সেবা কার্যালয় (গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

* জেলা সমাজ সেবা কার্যালয় (ক ও খ শ্যেণীর পৌরসভার ক্ষেত্রে)

১৮।

দলিত, হরিজন ও বেদে  জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন  কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে দলিত, হরিজন ও বেদে  বয়স্ক/বিশেষ ভাতা প্রদান।

  •  নির্বাচিত  দলিত, হরিজন ও বেদে  বয়স্ক/বিশেষ ভাতা ভোগীদের জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

 

  • দলিত, হরিজন ও বেদে  বয়স্ক/বিশেষ ভাতা যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্যকোন ভাতা পান না; যিনি চাকুরীজীবি কিংবা পেনশন ভোগী নন;

 বরাদ্দ  প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহন।

 

* শহর সমাজসেবা কার্য়ালয় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে)

*  উপজেলা সমাজ সেবা কার্যালয় (গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

* জেলা সমাজ সেবা কার্যালয় (ক ও খ শ্যেণীর পৌরসভার ক্ষেত্রে)

১৯

হিজড়া শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি

হিজড়া  শিক্ষার্থীদের ৪টি স্তরে বিভক্ত করে নিম্নরূপ হারে উপবৃত্তি প্রদানঃ

  • প্রাথমিক স্তর(১ম - ৫ম শ্রেণী):- জনপ্রতি মাসিক ৩০০টাকা হারে
  • মাধ্যমিক স্তরে(৬ষ্ঠ-১০ম শ্রেণী):- জনপ্রতি মাসিক ৪৫০টাকা হারে
  • উচ্চ মাধ্যসিক স্তরে(একাদশ ও দ্বাদশ শ্রেণী):- জনপ্রতি মাসিক ৬০০টাকা হারে
  • উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোত্তর):- জনপ্রতি মাসিক ১,০০০ টাকা হারে

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উদ্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয়  ২৪০০০ টাকার নীচে।

 

 

  • বরাদ্দ  প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহনকারী  নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিত ভাবে শিক্ষাকালীন সময়ে;

* শহর সমাজ;সেবা কার্য়ালয় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে)

* উপজেলা সমাজসেবা কার্যালয়(গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

* জেলা সমাজ সেবা কার্যালয়(ক ও খ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

২০

দলিত, হরিজন ও বেদে   শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি

দলিত, হরিজন ও বেদে  শিক্ষার্থীদের ৪টি স্তরে বিভক্ত করে নিম্নরূপ হারে উপবৃত্তি প্রদানঃ

  • প্রাথমিক স্তর(১ম - ৫ম শ্রেণী):- জনপ্রতি মাসিক ৩০০টাকা হারে
  • মাধ্যমিক স্তরে(৬ষ্ঠ-১০ম শ্রেণী):- জনপ্রতি মাসিক ৪৫০টাকা হারে
  • উচ্চ মাধ্যসিক স্তরে(একাদশ ও দ্বাদশ শ্রেণী):- জনপ্রতি মাসিক ৬০০টাকা হারে
  • উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোত্তর):- জনপ্রতি মাসিক ১,০০০ টাকা হারে

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উদ্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয়  ২৪০০০ টাকার নীচে।

 

 

  • বরাদ্দ  প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহনকারী  নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিত ভাবে শিক্ষাকালীন সময়ে;

* শহর সমাজ;সেবা কার্য়ালয় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে)

* উপজেলা সমাজসেবা কার্যালয়(গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

* জেলা সমাজ সেবা কার্যালয়(ক ও খ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

               

 

 

 

 

ক্রঃনং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

         সামাজিক নিরাপত্তা সেবা

২১

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি কার্যক্রম

  • বাংলাদেশে প্রতিবন্ধী  জনগোষ্ঠীর পরিবার/ব্যক্তির সংখ্যা নির্ধারণ ;
  • দেশে দৃশ্যমান ও অদৃশ্যমান প্রতিবন্ধিতা শনাক্তকরণ ;
  • প্রতিবন্ধী ব্যক্তিকে নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদান ;
  •  প্রতিবন্ধী ব্যক্তিদের ছবিসহ তথ্য স¤^লিত Data Base প্রস্তুত করে এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সকল প্রশাসনিক মন্ত্রণালয়ের ব্যবহার উপযোগীকরণ ;
  • সরকারের বিভিন্ন কর্মসূচি/প্রকল্পে সঠিকভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে লক্ষ্যভুক্ত করা এবং লক্ষ্যভুক্তির কৌশল সহজতর করা ; এবং
  • প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা।
  • সকল প্রতিবন্ধি ব্যক্তি

 

আবেদন পত্র প্রাপ্তির পর ৭ কর্মদিবস।

৬৪ টি জেলা শহরে ৮০টি শহর সমাজ সেবা কার্যালয় ও ৪৮২টি উপজেলা সমাজসেবা কার্যালয়

২২

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম

  • ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্তান্ত গরীব রোগীদের শনাক্ত করে সমাজসেবা অধিদফতরের জনবল, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগিতায় নীতিমালা অনুসরণ করে প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিদের তালিকা প্রণয়নপূর্বক গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
  • ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্তান্ত রোগী।

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্তান্ত নির্বাচিত প্রত্যেক গরীব রোগীকে এককালীন ৫০,০০০/- টাকা প্রদান করা হয়।

 জেলা সদরের মাধ্যমে বাস্তবায়িত হয়।